ঢাকাশনিবার , ২১ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পদ্মা নদীতে ডুবে কিশােরের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা নদীতে গােসল নেমে হাবিব হােসেন (১৫) নামে এক কিশােরের মৃত্যু হয়েছে।হাবিব হােসেন ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া গ্রামের দাউদ গ্রামাণিকের ছেলে।

শনিবার (২১আগস্ট) লক্ষীকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া মালপাড়ার নদী ঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১টায় বন্ধুদের সাথে নদীতে গােসল করতে যায় হাবিব। সাঁতার না জানায় একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। দেড় ঘন্টা পর দুপুর আড়াইটায় হাবিবের মরদেহ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে।