ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর পিলারে ক্ষতির ভাইরাল ছবিটি ভুয়া: কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারে ক্ষতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিটি ভুয়া বলে দাবি করেছে সেতু বিভাগ। তারা বলছে সেই ছবিটি আসল নয়। যারা এই ছবি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের একটি গণমাধ্যমকে বলেন, ভুয়া ছবিটি আমাদের নজরে এসেছে। এটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আজ (শনিবার) লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি বড় করে দেখানো হয়েছে।