ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ম্যুরালে ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার পুষ্পমাল্য অর্পণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থা।

১৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দু বাতেন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সহ-সভাপতি গোপাল অধিকারী, সহ-সভাপতি সবুজ দেওয়ান, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ খালেদ মাহমুদ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আলী শেখ, সমাজ কল্যাণ সম্পাদক শিশির মাহমুদ, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম সুমন, উজ্জ্বল প্রধান, সদস্য হারুন অর রশিদ খোকন, হাসান আলী, জিয়াউল ইসলাম জিয়া, ফারাবি বিন সাকিন. রাসেল হোসেন, রিমন হোসেন,শরিফুল ইসলাম পাপ্পু  ,আওলাদ হোসেন, ফিরোজ হোসেন, লিমন, মুশফিকুর রহমান মিশন, খায়রুল ইসলাম কিরণ প্রমূখ।